অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ কি ?
অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ গলাধাক্কা । অর্ধচন্দ্র ( গলাধাক্কা): শয়তানটাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও ।
নবম-দশম শ্রেণি কিছু গুরুত্বপূর্ণ বাগধারাঃ
১) অক্কা পাওয়া ( মারা যাওয়া): গণপিটুনিতে ছিনতাইকারী অক্কা পেয়েছে।
২) অন্ধের যষ্টি ( একমাত্র অবলম্বন): বৃদ্ধ বয়সে নাতিটি যেন দাদার অন্ধের যষ্টি।
৩) অকালকুমান্ড ( অপদার্থ) : অকালকুমান্ড ছেলেটিকে দিয়ে কোনো ভালো কাজ আশা করা যায় না।
৪) অকূল পাথার ( মহাবিপদ): মতি মিয়া পদ্ধার ভাঙ্গনে সর্বহারা হয়ে অকূল পাথারে হাবুড়ুবু খাচ্ছে।
৫) অক্ষয় বট ( প্রাচীন ব্যক্তি): আমাদের গ্রামের সেীরভ সাহেব একজন অক্ষয় বট।
৬) অক্ষরে অক্ষরে( সম্পূর্ণভাবে): মহাপুরুষের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলেছে।
৭) অকূলে কূল পাওয়া ( বিপদে আশার আলো দেখা): ভিক্ষুকটি লটারীতে এক লক্ষ টাকা পেয়ে অকূলে কূল পেল।
৮) অগস্ত্য যাত্রা ( চিরপ্রস্থান): সুযোগ পেলে অনেক চাকরই টাকা পয়সা চুরি করে অগস্ত্য যাত্রা করে থাকে।
৯) অতি দর্পে হত লঙ্কা( অহংকারে পতন): টাকা পয়সার বড়ােই করা ভাল নয়, অতি দর্পে হতে লঙ্কা।
১০) অহিনকুল সম্পর্ক ( শক্রুতা): সম্পদের ভাগাভাগি নিয়ে দুভাইয়ের মধ্যে এখন অহিনকুল সম্পর্ক।
১১) অগ্নিপরীক্ষা( কঠিন পরীক্ষা): সত্যের পক্ষে অগ্নিপরীক্ষায় যুগে যুগে মহাপুরুষদের জয় হয়েছে।
১২) অগ্নিশর্মা ( অত্যন্ত রেগে যাওয়া): পরীক্ষায় ছেলের পেল করার কথা শুনে বাবা অগ্নিশর্মা হয়ে উঠলেন।
১৩) অথৈ জলে পড়া ( খুব বিপদে পড়া): অকালে স্বামীকে হারিয়ে বিধবা অথৈ জলে পড়েছেন।
১৪) অর্ধচন্দ্র ( গলাধাক্কা): মনিব চাকরটিকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিল।
১৫) অমাবস্যার চাঁদ ( যা দেখা পাওয়া ভার): কি হে, আজকাল অমাবস্যার চাঁদ হয়েছ নাকি?
১৬) অদৃষ্টের পরিহাস( বিধি বিড়ম্বনা): তারেক অদৃষ্টের পরিহাসে পড়ে তিন মাস জেল খেটেছে।
১৭) অগাধ জলের মাছ( সুচতুর ব্যক্তি): সেীরভ মিয়া এতই অগাধ জলের মাছ যে, তার পাত্তা পাওয়া ভার।
১৮) অরণ্যে রোদন( বৃথা চেষ্টা, নিষ্ফল আবেদন ): তার কাছে সাহায্য চেয়ে লাভ নাই কারন সে একজন অরণ্যে রোদন ব্যক্তি।