উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত । উত্তরা গণভবনের পূর্বনাম ছিল দিঘাপাতিয়া রাজবাড়ী । দিঘাপাতিয়া রাজবাড়ী বা উত্তরা গণভবন ১৮ শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান ছিল। এই জায়গার অবস্থান বাংলাদেশের নাটোর শহরে । নাটোর শহর থেকে প্রায় ২.৪ কিলোমিটার দূরে উত্তরা গণভবন অবস্থিত । ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপাতিয়া রাজবাড়ীর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেন উত্তরা গণভবন।