একাত্তরের গণহত্যাকে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র।
১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের উপর চালায় গণহত্যা । এই গণহত্যাকে স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রেভেনশন। বাংলাদেশের উপর চালানো পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে “জেনোসাইড বা গণহত্যা” বলে স্বীকৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি ।
২৩ বা ২৪ বছরের শোষণ থেকে বাঙালির মুক্তির আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী । “ অপারেশন সার্চলাইট” নামের সেই অভিযানে সেই রাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা । বাঙালির মেধা শূন্য করার জন্য স্বাধীনতার আগ মুহূত্বেও চালানো হয় গণহত্যা । তারপর দীর্ঘ নয় মাসে ৩০ লাখ বাঙালিকে হত্যা করা হয়। এরমধ্যে প্রতিরোধ যুদ্ধেও নামে বীরবাঙালিরা । রক্তক্ষয়ী সেই সংগ্রামের পথ ধরে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে আসে বাংলাদেশের স্বাধীনতা ।