“কল্লোল যুগ” সম্পর্কে ধারণা দিন।
উত্তরঃ কালের যন্ত্রণা ও হতাশাকে ধারণ করে রবীন্দ্র বলয় থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে দীনেশরঞ্জন দাস কর্তৃক সম্পাদিত ১৯২৩ সালে প্রকাশিত “ কল্লোল” পত্রিকাকে কেন্দ্র করে একটি লেখক গোষ্ঠী তৈরি হয়। কল্লোলীয়রা রিয়ালিজম ও ন্যাচারালিজম দ্বারা প্রভাবিত হয়ে মানুষের বাস্তবভিত্তিক রূপদান করেন সাহিত্য ক্ষেত্রে । একেই কল্লোল যুগ বলা হয়। এ যুগের বিখ্যাত পাঁচজন লেখক হলেন- জীবনান্দ দাশ, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয়কুমার চক্রবর্তী। তাছাড়াও প্রেমেন্দ্র মিত্র, শৈলজানন্দ মুখোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, জগদীশ গুপ্ত প্রমুখ কল্লোলের অন্যতম লেখক ছিলেন। সবকিছু নিয়েই গড়ে উঠেছিল কল্লোল যুগ । কাজী নজরুল ইসলাম , জসীমউদ্দীন প্রমুখ লেখক এ পত্রিকায় লেখা দিয়েছেন। “কল্লোল” পত্রিকাটি সাত বছর টিকে ছিল এবং এ গোষ্ঠীর সাহিত্য ত্রিশোত্তর সাহিত্য নামে পরিচিতি লাভ করেছিল ।