কে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান-
ক) রাষ্ট্রপতি
খ) স্পিকার
গ) প্রধান বিচারপতি
ঘ) প্রধান নির্বাচন কমিশনার
কে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান- রাষ্ট্রপতি। অপরদিকে, রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান স্পিকার ; স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি ; প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি ; প্রধান নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি।
রাষ্ট্রপতি যাতের শপথবাক্য পাঠ করানঃ
১) প্রধানমন্ত্রী
২) মন্ত্রীদেরকে
৩) উপমন্ত্রীদেরকে
৪) প্রতিমন্ত্রীদেরকে
৫) স্পিকার ও ডেপুটি স্পিকারকে
৬) প্রধান বিচারপতিকে
৭) বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট
চতুর্থভাগ:
নির্বাহী বিভাগ :
১ ম পরিচ্ছেদ- প্রেসিডেন্ট:-
অনুচ্ছেদ-৪৮ঃ রাষ্ট্রপতি
১) বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন , যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন।
২) রাষ্ট্রপ্রধানরূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধে স্থাল লাভ করিবেন এবং এই সংবিধান ও অন্য কোন আইনের দ্বারা তাঁহাকে প্রদত্ত ও তাঁহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করিবেন।
৩) এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের(১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন; তবে শর্ত থাকে যে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদেী কোন পরামর্শদান করিয়াছেন কি না এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন, কোন আদালত সেই সম্পর্কে কোন প্রশ্নের তদন্ত করিতে পারিবেন না ।
৪) কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না , যদি তিনি-
ক) পঁয়ত্রিশ (৩৫) বৎসরের কম বয়স্ক হন; অথবা
খ) সংসদ -সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন ; অথবা
গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন।
ঘ) প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখিবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করিলে যে কোন বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করিবেন।
কিছু গুরুত্বপূর্ণ MCQ:
১) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে?
ক) প্রধান বিচারপতি
খ) স্পিকার
গ) প্রধানমন্ত্রী
ঘ) আপিল বিভাগের জ্যেষ্ট বিচারপতি
২) বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান-
ক) রাষ্ট্রপতি
খ) স্পিকার
গ) প্রধান বিচারপতি
ঘ) প্রধান নির্বাচন কমিশনার
৩) বিদেশের সাথে সম্পাদিত সকল চুক্তি কার নিকট পেশ করতে হবে?
ক) রাষ্ট্রপতির
খ) প্রধানমন্ত্রীর
গ) স্পিকারের
ঘ) প্রধান বিচারপতির
৪) সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার তারিখ হতে পরবর্তী ৩ দিনের মধ্যে নির্ধারিত ব্যক্তি সংসদ সদস্যদেরকে শপথ পড়াতে ব্যর্থ হলে কে উক্ত শপথ পড়াবেন?
ক) প্রধান নির্বাচন কমিশনার
খ) রাষ্ট্রপতি
গ) প্রধানমন্ত্রী
ঘ) স্পিকার
৫) বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হতে হলে তার বয়স কমপক্ষে কত বছর হবে?
ক) ২৫ বছর
খ) ৩০ বছর
গ) ৪০ বছর
ঘ) ৩৫ বছর
৬) বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে নিয়োগদানস করেন-
ক) রাষ্ট্রপতি
খ) জাতীয় সংসদ
গ) সুপ্রিম কোর্ট
ঘ) সরকারি দল
৭) বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগদান করেন-
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) প্রধান বিচারপতি
ঘ) জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান
৮) রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত অধ্যাদেশ কত দিনের মধ্য সংসদের মাধ্যমে আইনে পরিণেত করা না হলে বিলুপ্ত হয়ে যাবে? অধ্যাদেশ জারির-
ক) তারিখ থেকে নব্বই দিন
খ) তারিখ থেকে ছয় মাস
গ) পর প্রথম সংসদের অধিবেশনের প্রথম দিন হতে ত্রিশ দিন
ঘ) পর প্রথম সংসদ অধিবেশনে উত্থাপনের তারিখ হতে ত্রিশ দিন
৯) বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন-
ক) জনগণের সরাসরি ভোটে
খ) জাতীয় সংসদ সদস্যদের ভোটে
গ) প্রধানমন্ত্রী কর্তৃক
ঘ) প্রধান বিচারপতি কর্তৃক ।