কোনটি আলাওলের শ্রেষ্ঠ কাব্য? (১০তম বিসিএস) লিখিত ।
আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম হলো পদ্মাবতী ।
আলাওলঃ
১) আলাওলের জন্মসন কবে?
উত্তরঃ ( আনুমানিক) ১৬০৭ ।
২) তাঁর জন্মস্থান কোথায়?
উত্তরঃ জোবরা গ্রাম, হাটহাজারি, চট্টগ্রাম।
৩) আলাওলের সময় আরাকানের রাজা কে ছিলেন?
উত্তরঃ রাজা শ্রী সুধর্মা ।
৪) আরাকানে কে আলাওলকে কাব্য রচনায় উৎসাহিত করেন?
উত্তরঃ অমাত্য মাগন ঠাকুর।
৫) কবি আলাওলের গ্রন্থগুলোর নাম কী?
উত্তরঃ পদ্মাবতী; সয়ফুলমূলক-বদিউজ্জামাল ; হপ্ত পয়কর; সিকান্দরনামা; তোহ্ফা; দেীলত কাজীর অসমাপ্ত গ্রন্থ- সতীময়না-লোর-চন্দ্রাণী।
৬) “হপ্তপয়কর” গ্রন্থের পরিচয় দাও?
উত্তরঃ “হপ্তপয়কর” সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি কোনো এক সময়ের রচনা। আরকান রাজসভায় সৈয়দ আলাওল এই কাব্য রচনা করেন। সম্ভবত ১৬৬৫ এর রচনাকাল । প্রসিদ্ধ কবি নিজামির পারসি ভাষায় বর্তমান কাব্য রচনা করেন । রাজপুত্র বহরাম সাতরাত্রি ধরে তাঁর সাতজন পরির কাছে যে সাতটি গল্প শোনেন তার সংকলন। পারসি ও বাংলা সাহিত্যের সম্পর্কের ইতিহাসে এই গ্রন্থের বিশেষভাবে উল্লেখযোগ্য ।
৭) “পদ্মাবতী” কোন গ্রন্থ অবলম্বনে রচিত?
উত্তরঃ কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দিকাব্য পদুমাবৎ অবলম্বনে।
৮) “রক্ত উৎপল লাজে জলান্তরে বৈসে । তাম্বুল রাতুল হৈল অধর পরশে।। – কোথায় আছে?
উত্তরঃ আলাওলের পদ্মাবতী গ্রন্থের রূপ বর্ণনা খন্ডে।
৯) “পদ্মাবতী” কোন ধরনের রচনা?
উত্তরঃ ইতিহাসাশ্রিত রোমান্টিক প্রেমকাব্য ।
১০) সিকান্দারনামা গ্রন্থটি কার রচনা? উৎস কী?
উত্তরঃ আলাওলের রচনা।
১১) তোহফা কাব্যটি কে রচনা করেন?
উত্তরঃ আলাওল ।
১২) “তাম্বুল রাতুল হইল অধর পরশে” । অর্থ কী?
উত্তরঃ ঠোঁটের পরশে পান লাল হল ।
১৩) আলাওলের তোহফা কোন ধরনের কাব্য?
উত্তরঃ নীতিকাব্য ।
১৪) কবি আলাওলের জন্মস্থান কোথায়?
উত্তরঃ চট্টগ্রামের জোবরা।
১৫) সপ্তদশ শতকের কবি আলাওলের প্রধান কাব্য কোনটি?
উত্তরঃ পদ্মাবতী ।
১৬) “সতীময়না ও লোরচন্দ্রানী” কাব্যটির অসমাপ্ত অংশটির রচয়িতা কে-
উত্তরঃ আলাওল ।
১৭) আলাওল কোন রাজসভার কবি –
উত্তরঃ আরাকান বা রোসাঙ্গ রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি কে ছিলেন?
উত্তরঃ আলাওল।
১৮) কোনটি আলাওলের শ্রেষ্ঠ কাব্য?
উত্তরঃ পদ্মাবতী ।
১৯) আলাওলের গ্রন্থগুলোর সংক্ষিপ্ত বিবরন দাও ।
উত্তরঃ তোহফা: একটি নীতিকাব্য ; পদ্মাবতী: মালিক মুহম্মদ জায়সী কর্তৃক হিন্দি ভাষায় রচিত “পদুমাব’” অবলম্বনে রচনা করেন। এটি কবির প্রথম ও শ্রেষ্ঠ কাব্য ; সয়ফুলমুলক-বদিউজ্জমাল: কোরেশী মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় আলাওল কাব্যটি রচনা করেন; হপ্তপয়কর; সিকান্দারনামা: নিজামী রচিত সিকান্দরনামা ( ফারসি) গ্রন্থের অনুবাদ ।