গড্ডলিকা প্রবাহ বাগধারাটির অর্থ কি ?
গড্ডালিকা প্রবাহ বাগধারাটির অর্থ অন্ধ অনুকরণ। গড্ডালিকা প্রবাহ ( অন্ধ অনুকরণ ): গড্ডালিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই।
নবম-দশম শ্রেণি কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
১) গলগ্রহ ( পরের করুণার পাত্র): অন্যের গলগ্রহ হয়ে থাকলে দু’চার কথা শুনতেই হয়।
২) গলায় গলায় ( গভীর মিল): সেীরভ ও লিজার মধ্যে গলায় গলায় মিল।
৩) গোঁফ খেজুরে ( অলস ): গোঁফ খেজুরে লোক দিয়ে এ কঠিন কাজ হবে না।
৪) গড়িমসি করা ( দীর্ঘসূত্রিতা): কোনো কাজে গড়িমসি করা উচিত নয়।
৫) গলায় গলায় ভাব ( নিবিড় বন্ধুত্ব): একসময় সেীরভের সাথে উম্মেহানির গলায় গলায় ভাব ছিল।
৬) গোবর গণেশ ( মূর্খ): সে একটা গোবর গনেশ । এ কঠিন কাজ তার দ্বারা হবে না।
৭) গভীর জলের মাছ ( চতুর ব্যক্তি): সেীরভের মতো গভীর জলের মাছকে চেনা কঠিন।
৮) গেীরচন্দ্রিকা ( ভূমিকা): গেীরচন্দ্রিকার দরকার নেই , আসল কথা বল।
৯) গোড়ায় গলদ ( শুরুতেই ভুল): জমি না কিনে সার কিনেছ, এ দেখছে গোড়ায় গলদ।
১০) গোল্লায় যাওয়া ( নষ্ট হওয়া ): বন্ধুদের পাল্লায় পড়ে ছেলেটা গোল্লায় গিয়েছে।
১১) গেীরী সেনের টাকা ( বেহিসেবী অর্থ): দুই হাতে খরচ করেও তার কোন ভাবান্তর ঘটে না। এটাতো গেীরী সেনের টাকা।