জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? (১০তম বিসিএস) লিখিত ।
উত্তরঃ “হাজার বছর ধরে” ।
১) জহির রায়হানের জন্মতারিখ কত?
উত্তরঃ ১৯৩৫।
২) তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ মজুপুর গ্রাম, ফেনি, নোয়াখালি।
৩) জহির রায়হানের প্রকৃত নাম কী?
উত্তরঃ মোহম্মদ জরিরুল্লাহ।
৪) শহীদুল্লা কায়সারের সঙ্গে জহির রায়হানের সম্পর্ক কী?
উত্তরঃ তাঁরা উভয়ে সহোদর ছিলেন।
৫) জহির রায়হান মূলত ছিলেন?
উত্তরঃ কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক।
৬) তিনি কোন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন?
উত্তরঃ ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনে।
৭) তাঁর প্রথম পরিচালিত ছবি কোনটি?
উত্তরঃ কখনো আসে নি।
৮) তার পরিচালিত অন্য ছবিগুলো কী?
উত্তরঃ সোনার কাজল , কাচেঁর দেয়াল, বাহানা, বেহুলা, আনোয়ারা, সঙ্গম, জীবন থেকে নেয়া ইত্যাদি ।
৯) তিনি বাংলাদেশের পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার যে প্রামাণ্যচিত্র তৈরি করেছেন তার নাম কী?
উত্তরঃ স্টপ জেনোসাইট।
১০) তার কোন ছবিটি শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে নিগার পুরস্কার লাভ করে?
উত্তরঃ কাঁচের দেয়াল।
১১) তাঁর রচিত উপন্যাসগুলোর নাম কী?
উত্তরঃ তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, বরফ গলা নদী, আরেক ফাল্গুন, আর কত দিন, ককেটি মৃত্যু ইত্যাদি ।
১২) তাঁর রচিত সুপরিচিত গল্পগ্রন্থটির নাম কী?
উত্তরঃ সূর্যগ্রহণ।
১৩) তিনি আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন কেন?:
উত্তরঃ হাজার বছর ধরে উপন্যাস রচনার জন্য ।
১৪) তিনি কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৯৭২- এর ৩০ শে জানুয়ারি মিরপুরে নিখোঁজ হন । তার সঠিক মৃত্যুর তারিখ জানা যায় নি।
১৫) জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি?
উত্তরঃ হাজার বছর ধরে।
জহির রায়হানঃ
জহির রায়হান ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম মোহম্মদ জরিরুল্লাহ । একজন ছোটগল্পকার ও ঔপন্যাসিক হিসেবে জহির রায়হান খ্যাতি অর্জন করেন । তিনি মূলত মধ্যবিত্ত জীবনের রূপকার । চারপাশের মানুষের সুখ-দুঃখ ও আনন্দ-বেদনার চিত্র তাঁর রচনাকে সমৃদ্ধ করেছে । উল্লেখযোগ্য উপন্যাস: হাজার বছর ধরে, বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, আরেক ফাল্গুন। বাংলাদেশের একজন খ্যাতিমান চলচ্চিত্রকার হিসাবেও জহির রায়হান পরিচিত ছিলেন। তাঁর পরিচালিত চলচ্চিত্র: সোনার কাজল, কাঁচের দেয়াল, জীবন থেকে নেওয়া, সঙ্গম, কখনো আসে নি। মৃত্যু: স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশের বিজয় লাভের অল্পকাল পরেই ১৯৭২ সালের ৩০ জানুয়ারি তিনি নিখোঁজ ও শহিন হন।
১) “জীবন থেকে নেওয়া” চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তরঃ জহির রায়হান।
২) “হাজার বছর ধরে” কোন ধরনের রচনা?
উত্তরঃ উপন্যাস।
৩) নিচের গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়?
উত্তরঃ হাজার বছর ধরে ।
৪) “আরেক ফাল্গুন” উপন্যাসের রচয়িতা-
উত্তরঃ জহির রাহান।
৫) জহির রায়হানের “আরেক ফাল্গুন” উপন্যাসটির পটভূমি –
উত্তরঃ একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন ।
৬) “বরফ গলা নদী” উপন্যাসের রচয়িতা-
উত্তরঃ জহির রায়হান।
৭) “হাজার বছর ধরে” উপন্যাসের রচয়িতা-
উত্তরঃ জহির রায়হান।
৮) সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন?
উত্তরঃ জহির রায়হান।
৯) “হাজার বছর ধরে” কী?
উত্তরঃ জহির রাহয়ানের একটি উপন্যাস ।
১০) কোনটি জহির রায়হানের রচনা?
উত্তরঃ বরফ গলা নদী ।
১১) বাংলাদেশের চেতনা প্রবাহরীতির উপন্যাস কে লিখেছেন?
উত্তরঃ জহির রায়হান ।
১২) “একুশের গল্প” টি কার লেখা?
উত্তরঃ জহির রায়হান।
১৩) “জীবন থেকে নেওয়া”, “স্টপ জেনোসাইড”, “ লেট দেয়ার বি লাইট”, “ কার লেখা?
উত্তরঃ জহির রায়হান।
১৪) “তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোনো দিন।” নিম্নের কোনটি থেকে নেওয়া?
উত্তরঃ একুশের গল্প।
১৫) “চমকে উঠে উভয়ই তাকালাম ওর দিকে” বাক্যটির রচয়িতা-
উত্তরঃ জহির রায়হান।
১৬) জীবনসুখী সমাজসচেতন কথাসাহিত্যিক জহির রায়হানের আসল নাম কী?
উত্তরঃ মোহাম্মদ জরিরুল্লাহ ।
১৭) প্রয়াত জহির রায়হানের কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় পুরস্কার পায়?
উত্তরঃ হাজার বছর ধরে ।
১৮) বাংলাদশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে?
উত্তরঃ জহির রায়হান।