দেীলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী? (১০তম বিসিএস ) লিখিত
উত্তরঃ দেীলত উজির বাহরাম খানের কাব্যের নাম “লাইলী-মজনু” ।
দেীলত উজির বাহরাম খান নিয়ে কিছু প্রশ্নঃ
১) দেীলত উজির বাহরাম খান এর জন্ম কোথায়? পিতা কে?
উত্তরঃ ফতেহাবাদ, চট্টগ্রাম । পিতা চট্টলাধিপতির উজির মোবারক খান।
২) তাঁর প্রকৃত নাম কী?
উত্তরঃ আসাউদ্দীন
৩) তাঁর উপাধি কী?
উত্তরঃ দেীলত উজির বাহারাম খাঁন।
৪) তাঁর রচিত প্রথম কাব্যের নাম কী?
উত্তরঃ জঙ্গনামা ।
৫) তাঁর রচিত দ্বিতীয় কাব্যের নাম কী?
উত্তরঃ “লায়লী মজনু” ।
৬) তাঁর লায়লী মজনু কার কাব্যে অবলম্বনে রচিত?
উত্তরঃ ফারসি ( ইরানের) কবি আবদুর রহমান জামির “লায়লী মজনু” ।
৭) “লাইলী মজনু”র মতো বিশ্বখ্যাত বিরহকথা নিয়ে বাংলা ভাষায় প্রথম কে কাব্য রচনা করেন?
উত্তরঃ দেীলত উজির বাহরাম খান।
৮) লাইলী মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের?
উত্তরঃ ইরানের।
৯) দেীলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী?
উত্তরঃ জঙ্গনামা ও লাইলি-মজনু।
১০) দেীলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?
উত্তরঃ চট্টগ্রাম ।
১১) “লাইলী মজনু” কাব্যের উপাখ্যান কোন দেশের?
উত্তরঃ ইরানের।
১২) দিনে দিনে বাড়ে কন্যা যেন চন্দ্রকলা ।
পদ্ম যেন বিকশিলা অধিক উজ্জ্বলা।।
-পঙক্তি দুটি কার রচনা?
উত্তরঃ পঙক্তি দুটি দেীলত উজির বাহরাম খান রচিত লাইলী মজনু কাব্যের অন্তর্ভুক্ত । এতে লাইলীর রূপ বর্ণিত হয়েছে।
১৩) “লাইলী-মজনু” কাব্যের রচয়িতা কে? এটি কি মেীলিক , না অনুবাদ কাব্য?
উত্তরঃ ষোল শতকের কবি দেীলত উজির বাহরাম খান ফারসি ( ইরানের ) কবি জামী রচিত ফারসি প্রেমাখ্যান “লায়লা ওয়া মজনুন” অবলম্বনে রচনা করেন লাইলী-মজনু কাব্য। এটি অনুবাদ কাব্য ।
১৪) রচয়িতার নামসহ মধ্যযুগের পাঁচটি রোমান্টিক কাব্যের নাম লিখন।
উত্তরঃ ১) লাইলী মজনু= দেীলত উজির বাহরাম খান। ২) ইউসুফ-জোলেখা= শাহ মুহম্মদ সগীর। ৩) মধুমালতী= মুহম্মদ কবীর। ৪) পদ্মবতী= আলাওল । ৫) গুলে বকাওলী = নওয়াজিশ খান।
রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলোর বৈশিষ্ট্যঃ
মধ্যযুগের বাংলা সাহিত্য ছিল দেব-দেবীর স্তুতিমূলক । প্রচলিত সাহিত্য ধারার বাইরে গিয়ে ধর্মীয় সংস্কারের গন্ডি থেকে মুক্তি হয়ে এক ধরনের প্রণয়মূলক সাহিত্য রচনার প্রয়াস পাওয়া যায় মুসলিম সাহিত্যিকদের মাঝে। আরবি ফারসি কাহিনী অবলম্বন করে মানবীয় বিষয় অবলম্বন করে এদের মাঝে যে কাব্য রচনার প্রবণতা দেখা যায়- এটি রোমান্টিক প্রণয়োপাখান। এ ধারার কাব্যের তিনটি বৈশিষ্ট্য হলো: –
ক) মূলত অনুবাদধর্মী।
খ) ধর্ম ও দেব-দেবী নির্ভর ।
গ) এ ধারার কবিগণ তাঁদের কাব্যে ঐশ্বর্যবান, প্রেমশীল, সেীন্দর্যপূজারী , জ্ঞানপিয়াসী মানুষের চিত্র এঁকেছেন।