ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা লাইন দিয়ে শুরু সঙ্গীতটির রচয়িতা কে? (১৩তম বিসিএস) লিখিত।
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।
১) দ্বিজেন্দ্রলাল রায়- এর জন্মতারিখ কত?
উত্তরঃ ১৮৬৩ সালে।
২) তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ কৃষ্ণনগর, নদীয়।
৩) তিনি কী নামে পরিচিত?
উত্তরঃ ডি. এল. রায়।
৪) তার ছাত্রাবস্থায় প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তরঃ আর্যগাথা।
৫) তার রচিত ইংরেজি কাব্যগ্ররন্থের নাম কী?
উত্তরঃ Lyric of Ind.
৬) তার রচিত সার্থ ঐতিহাসিক নাটক কী?
উত্তরঃ সাজাহান ( যেটিকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক বলা চলে)
৭) সম্রাট সাজাহানকে নিয়ে অনেকেই নাটক লিখেছেন। এদের মধ্যে প্রথম কে সাজাহানকে নিয়ে নাটক লিখেন?
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।
৮) তিনি কোন বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন?
উত্তরঃ পূর্ণিমা সম্মিলন ( ১৯০৫) ।
৯) তার রচিত গ্রন্থগুলো কী?
উত্তরঃ আর্যগাথা, মন্দ্র, ত্রিবেণী, আলেখ্য ইত্যাদি।
১০) “ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা” গানটির রচয়িতা কে?
উত্তরঃ ড. এল. রায় ।
১১) এটি তার কোন নাটকে ছিল?
উত্তরঃ সাজাহান নাটকে এই গান ছিল।
১২) তার রচিত ব্যঙ্গ কবিতাগুলো কী?
উত্তরঃ আষাঢ়ে , হাসির গান।
১৩) দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত কাব্যনাট্যের নাম কী?
উত্তরঃ পাষাণী।
১৪) তাঁর রচিত ঐতিহাসিক নাটক কী কী?
উত্তরঃ প্রতাপসিংহ, দুর্গাদাস, মেবার পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয়” ইত্যাদি।
১৫) তার রচিত সামাজিক নাটকগুলোর নাম কী?
উত্তরঃ পরপারে, বঙ্গনারী, নকশা ও প্রহসন: এক ঘরে, কল্কি অবতার, বিরহ , ত্র্যহস্পর্শ, প্রায়শ্চিত্ত, পুনর্জন্ম, আনন্দ বিদায় ইত্যাদি ।
১৬) তাঁর রচিত রোমান্টিক পেীরাণিক নাটক কী?
উত্তরঃ চন্দ্রগুপ্ত, সিংহল বিজয়।
১৭) ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা লাইন দিয়ে শুরু সঙ্গীতটির রচয়িতা কে?
উত্তরঃ দ্বিজেন্দ্রনাল রায় ।
১৮) ডি. এল . রায়ের পুরো নাম কী? তাঁর কয়েকটি কাব্যের নাম লিখুন।
উত্তরঃ ডি. এল. রায়ের পুরো নাম দ্বিজেন্দ্রলাল রায়। কাঁর কয়েকটি কাব্য হলো “ আর্য্যগাথা” , “ হাসির গান” মন্ত্র” আলেখ্য, ত্রিবেণী ইত্যাদি ।
১৯) দ্বিজেন্দ্রনাল রায়ের “আষাঢ়ে” কোন জাতীয় রচনা?
উত্তরঃ কাহিনি জাতীয় কবিতা । এটি হাস্যরস প্রধান ।
২০) তাঁর মৃত্যু তারিখ কত?
উত্তরঃ ১৭ মে, ১৯১৩ সালে।
বিস্তারিত দেখুনঃ দ্বিজেন্দ্রলাল রায়।