ধূসর পান্ডলিপি কর রচনা? (১০তম বিসিএস) লিখিত ।
উত্তরঃ ধূসর পান্ডুলিপি জীবনানন্দ দাশের রচনা ।
১) জীবনানন্দ দাশের জন্মতারিখ কত?
উত্তরঃ ১৮৯৯ সালে।
২) তাঁর আদি নিবাস কোথায়?
উত্তরঃ বিক্রমপুর।
৩) জীবনানন্দ দাশ কোন পত্রিকায় সাহিত্যপাতা সম্পাদনা করেন?
উত্তরঃ দৈনিক স্বরাজ পত্রিকার সাহিত্য বিভাগ।
৪) তার রচনায় কী কাব্যময় হয়ে উঠেছে?
উত্তরঃ গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি।
৫) রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে কী বলেছেন?
উত্তরঃ চিত্ররূপময় কবিতা।
৬) রবীন্দ্রনাথ কোন কবিতাগ্রন্থ পাঠ করে জীবচনানন্দ দাশকে এই কথা লিখেছেলেন?
উত্তরঃ “ধূসর পান্ডুলিপি”:।
৭) তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো কী?
উত্তরঃ “ঝরাপালক”, “ ধূসর পান্ডুলিপি”, “ বনলতা সেন”, “ মহাপৃথিবী”, “ সাতটি তারার তিমির”, “ রূপসী বাংলা”; “ বেলা অবেলা কালবেলা” ।
৮) জীবনানন্দ দাশকে কী কী বিশেষণে বিশেষায়িত করা হয়?
উত্তরঃ ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।
৯) তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তরঃ কবিতার কথা ।
১০) “কবিতার কথা” প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি কী?
উত্তরঃ সকলেই কবি নয়, কেউ কেউ কবি।
১১) তাঁর রচিত উপন্যাসগুলো কী কী?
উত্তরঃ মাল্যবান , সতীর্থ ।
১২) হায় চিল কবিতাটি কোন কাব্যেল অন্তর্গত? এর উপর কারো প্রভাব পড়েছে কী?
উত্তরঃ “হায় চিল” মহাপৃথিবী কাব্যের অর্তর্গত । এই কবিতার সাথে ইয়েটস- এর “ He reproves the curlow কবিতার মিল আছে।
১৩) জীবচনানন্দ দাশের মৃত্যুর পর ? তাঁর কোন কাব্য দুটি প্রকাশিত হয়?
উত্তরঃ রূপসী বাংলা; বেলা অবেলা কালবেল।
১৪) ধূসর পান্ডলিপি কর রচনা?
উত্তরঃ জীবনানন্দ দাশ ।
১৫) জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তরঃ কবিতার কথা ।
১৬) জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
উত্তরঃ বরিশাল জেলা।
১৭) জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ –
উত্তরঃ ধূসর পান্ডুলিপি।
১৮) রূপসী বাংলার কবি কে?
উত্তরঃ জীবনানন্দ দাশ ।
১৯) ধানসিঁড়ি কীসের নাম?
উত্তরঃ নদীর ।
২০) জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?
উত্তরঃ ঝরা পালক।
২১) “অদ্ভুত আাঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ” চরণটির কবি-
উত্তরঃ জীবনানন্দ দাশ ।
২২) “বনলতা সেন” কোন কবির কাব্যগ্রন্থের নাম?
উত্তরঃ জীবনানন্দ দাশ ।
২৩) দূসর পান্ডুলিপি” কার লেখা?
উত্তরঃ জীবনানন্দ দাশ।
২৪) নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?
উত্তরঃ কবিতার কথা ।
২৫) কোনটি জীবনানন্দ দাশের রচনা?
উত্তরঃ সাতটি তারার তিমির।
২৬) “আবার আসিব ফিরে:” কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ রূপসী বাংলা।
২৭) জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৮৯৯ ।
২৮) “রূপসী বাংলা” কাব্যগ্রন্থ কার লেখা?
উত্তরঃ জীবনানন্দ দাশ ।
২৯) কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?
উত্তরঃ বেরা অবেলা কালবেলা ও ধূসর পান্ডুলিপি।
৩০) কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহণ করেন, তিনি কে?
উত্তরঃ জীবনানন্দ দাশ ।
৩১) “পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন” – এখানে “নীড়” শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ নান্দনিক অর্থে ।
৩২) “সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে” – কে ঘুরেছেন?
উত্তরঃ জীবনানন্দ দাশ।
৩৩) “মহাপৃথিবী” কাব্যগ্রন্থ কার লেখা?
উত্তরঃ জীবনানন্দ দাশ ।
৩৪) “বনলতা সেন” কার রচনা?
উত্তরঃ জীবনানন্দ দাশ ।
৩৫) জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম-
উত্তরঃ বনলতা সেন।
৩৬) কার কবিতাকে “চিত্ররূপময়” বলা হয়েছে?
উত্তরঃ জীবনানন্দ দাশ।
৩৭) “পাখির নীড়ের মত চোখ” বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্টা কে?
উত্তরঃ জীবনানন্দ দাশ ।
৩৮) বেলা অবেলা কালবেলা কার লেখা?
উত্তরঃ জীবনানন্দ দাশ ।
৩৯) “আবার আসিব ফিরে” কবিতাটির রচয়িতা কে?
উত্তরঃ জীবনানন্দ দাশ।
৪০) কবি জীবনানন্দ দাশের ওপর যে বিদেশি গবেষক গবেষণা করেন তাঁর নাম –
উত্তরঃ ক্লিনটন বি সীলি।
৪১) জীবনানন্দ দাশের “রূপসী বাংলা” কীসের পরিচায়ক?
উত্তরঃ স্বদেশ প্রীতি ও নিসর্গময়তা ।
৪২) বাংলা কাব্যের চিত্ররূপময় কবি-
উত্তরঃ জীবনানন্দ দাশ ।
৪৩) একই সনে জন্মগ্রহণ করেছেন যে দুই কবি-
উত্তরঃ কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ ।
৪৪) জীবনানন্দ দাশের কাব্যে “শঙ্খমালা” হলো-
উত্তরঃ রোমান্টিক কবি কল্পনা।
৪৫) জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ –
উত্তরঃ ঝরা পালক ।
৪৬) জীবনানন্দ দাশকে “নির্জনতার কবি” বলে আখ্যায়িত করেছেন কে?
উত্তরঃ বুদ্ধদেব বসু ।
৪৭) জীবনানন্দ দাশ রচিত উপন্যাস কোনটি?
উত্তরঃ মাল্যবান।
৪৮) ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত?
উত্তরঃ বরিশাল ।
৪৯) কোন কবির মাও একজন কবি ?
উত্তরঃ জীবনানন্দ দাশ ।