নার্সিং ভর্তি টিপসঃ বাংলা সাহিত্য ও ব্যাকরনঃ কারেন্ট ওয়ার্ল্ড: অক্টোবর – ১৮
১) বাংলা সাহিত্যের মুসলিম ঔপন্যাসিকের নাম –
২) বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে –
৩) ”উপরোধ” শব্দের অর্থ –
৪) “কাচি” কোন ধরনের শব্দ –
৫) “নেমেসিস” কোন জাতীয় অর্থ –
৬) “ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ” কে রচনা করেন-
৭) “সঞ্চয়িতা” কোন কবির কাব্য সংকলন-
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ।
৮) “ভানুসিংহ” কার ছদ্মনাম-
রবীন্দ্রনাথ ঠাকুর ।
৯) “অক্ষির সমীপে”- এর সংক্ষেপণ হল-
সমক্ষ
১০) যে ভূমিতে ফসল জন্মায় না-
ঊষর ।
১১) “ব্যাঙের সর্দি” অর্থ কী –
অসম্ভব ঘটনা।
১২) “সংশপ্তক” কার রচনা –
শহীদুল্লাহ কায়সার ।
১৩) ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় –
ধাতু
১৪) রূপসী বাংলার কবি –
জীবনানন্দ দাশ
১৫) “অনাদর” কোন সমাস-
তৎপুরুষ
১৬) “সুবচন নির্বাসন” নাটকটি কার লেখা-
আব্দুল্লাহ আল মামুন ।
১৭) “ধাত্রী” শব্দটি কোন লিঙ্গ –
উত্তরঃ স্ত্রী লিঙ্গ ।
১৮) “বিজ্ঞান ” শব্দে “বি” উপসর্গ কী অর্থে ব্যবহারিত হয়েছে-
বিশেষ অর্থে
১৯) “নিশ্চয়”- এর সন্ধি বিচ্ছেদ হলো-
নিঃ+চয় । ইউনেস্কো
নার্সিং ভর্তি টিপসঃ বাংলা সাহিত্য ও ব্যাকরনঃ কারেন্ট ওয়ার্ল্ড: অক্টোবর – ১৮
1) He has assured me_ safety.
of
2) I count_ your help.
upon
3) The world “Dilly dally” means_
waste time .
4) The captain Left the boat, because it _
turned over
5) What is the antonym of “Honorary”?
Salaried.
6) The word “electorate” means_
a body of voters.
7) What is the noun of the word_ “waste”?
Wastage.
8) Something which is obnoxious means that it is _
very unpleasant .
9) Complete the sentence with the correct verb form:
“Neela _ her hand when she was cooking dinner.”
burnt
10) I decided to go _ with my friend as I needed some exercise.
for a walk.
11) Give the orders .( Passive voice)
Let the orders be given.
নার্সিং ভর্তি টিপসঃ বাংলা সাহিত্য ও ব্যাকরনঃ কারেন্ট ওয়ার্ল্ড: অক্টোবর – ১৮
১) বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার অবস্থিত কোথায় ?
মহাস্থানগড়
২) স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কত জন?
৪২৬ জন
৩) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
১৩৬ তম ।
৪) NIPORT- কী ?
জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ।
৫) বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ?
১৯৫৭ সালে
৬) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?
মঈনুল হোসেন
৭) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে ?
আলতাফ মাহমুদ
৮) স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন হয় কত তারিখে ?
২ মার্চ, ১৯৭১ সালে ।
৯) বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বয়স কমপক্ষে কত বছর হতে হবে ?
৩৫ বছর ।
১০) জাতিসংঘ আদিবাসী বর্ষ হিসেবে কোন সালকে ঘোষণা করেছেন ?
১৯৯৩ সালকে
১১) বিশ্বের কোন শহর “ নিষিদ্ধ শহর” নামে পরিচিত ?
লাসা ।
১) ক্যান্সার রোগের কারণ কি ?
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
২) মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে ?
মেলানিন ।
৩) মানুষের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে ?
চারটি
৪) বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ –
একই হয় ।
৫) শব্দের তীব্রতার নির্ণায়ক যন্ত্র হলো-
অডিও মিটার ।
৬) বংশগতির বাহক –
ক্রোমোজোম ।
৭) বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত ?
০.০৩৫%
৮) কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় ?
মেরু অঞ্চলে
৯) মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে –
ত্বক ।
১০) সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে –
পাতায়
১১) “পিসিকালচার” বলতে কি বুঝায় –
মৎস্য চাষ
১২) পেনিসিলিয়াম আবিষ্কার করেন –
আলেকজান্ডার ফ্লেমিং
১৩) সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয় ?
নাইট্রোজেন ।