ন্যাটো প্রতিষ্ঠিত হয় কবে?
ন্যাটো প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে । দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯৪৫ সালে । এর কয়েক বছর পর ন্যাটো প্রতিষ্ঠিত হয় । বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের । অস্ত্রের ব্যবহার, সামরিক কুচকাওয়াজ আপতত স্তিমিত হয়ে আছে । আসন্ন পৃথিবী কোন দিকে যাবে তা বলা কিন্তু কঠিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্যতম বিজয়ী দেশ রাশিয়া প্রবল প্রতাপশালী হয়ে উঠেছে তখন । তার এই আধিপত্যকে মানতে রাজি নয় যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপীয় অন্যন্য দেশ । ফলে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য , ফ্রান্স সহ মোট ১২ টি দেশ একটি চুক্তিতে স্বাক্ষর করেন । রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহায়তার অঙ্গীকার নিয়ে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ন্যাটো ( নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ) । ন্যাটোর প্রতিষ্ঠাকালিন সদস্যসংখ্যা ছিল ১২ টি । বর্তমানে এর সদস্যসংখ্যা ৩০ টি দেশ । প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যে ছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে ইউরোপকে নিরাপত্তা নিশ্চিত করা । মুসলিম দেশ হয়েও ন্যাটোর সদস্য দেশ তুরস্ক ও আলবেনিয়া ।
ন্যাটোর ৩০ টি সদস্যদেশ হলো:
আলবেনিয়া; বেলজিয়াম; বুলগেরিয়া; কানাডা; ক্রোয়েশিয়া; চেক প্রজাতন্ত্র; ডেনমার্ক; এস্তোনিয়া; জার্মানি; গ্রিস; হাঙেরি; আইসল্যান্ড; ইতালি; লাটভিয়া; লিথুয়ানিয়া; লুক্সেমবার্গ; মন্টিনেগ্রো; নেদারল্যান্ড; উত্তর ম্যাসিডোনিয়া (৩০তম সদস্য) ; নরওয়ে; পোল্যান্ড; পুর্তগাল; রোমানিয়অ; স্লোভাকিয়া; স্পেন; তুরস্ক; যুক্তরাষ্ট ও যুক্তরাজ্য ।
১) ন্যাটো প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে ।
২) ন্যাটোর সদর দপ্তর= ব্রাসেলস, বেলজিয়াম ।
৩) ন্যাটোর প্রতিষ্ঠাকালিন সদস্যদে= ১২ টি ।
৪) ন্যাটোর সদর দপ্তর পূর্বে ছিল= ফ্রান্সের , প্যারিসে ।
৫) ন্যাটোর বর্তমান সদস্যদেশ= ৩০টি ( সর্বশেষ সদস্যদেশ উত্তর মেসিডোনিয়া ) ।
৬) মুসলিম দেশ হয়েও ন্যাটোর সদস্য= তুরস্ক ও আলবেনিয়া।
৭) ন্যাটোর Full form = (NATO)= North Atlantic Treaty Organization .