বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কী? (১০তম বিসিএস ) লিখিত
উত্তরঃ অপভ্রংশ । ড. সুনীতিকুমারের মতে, এটি মাগধী অপভ্রংশ বা মাগধী প্রাকৃত এবং ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে গেীড়ীয় অপভ্রংশ বা গেীড়ীয় প্রাকৃত ।
কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
ইন্দো- ইউরোপীয় মূল ভাষা হতে বাংলা ভাষার জন্ম । প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ-পূর্বাংশ অবধি ইন্দো-ইউরোপীয় ভাষা প্রচলিত ছিল । ইন্দো- ইউরোপীয় মূল ভাষা দুইভাগে বিভক্ত ছিল – কেন্তুম ও শতম । শতম শাখা হতে আর্য ভাষার উদ্ভব । আর্যদের ধর্মগ্রন্থ “বেদ” – এর ভাষা ছিল প্রাচীন ভারতীয় সাহিত্যিক ভাষা । এই ভাষারই পরিমার্জিত রূপ হচ্ছে সংস্কৃত ভাষা। কালের পরিক্রমায় নানা বিবর্তনের মাধ্যমে এ ভাষা বাংলা ভাষায় রূপ লাভ করে। পূর্বাঞ্চলীয় বঙ্গ অঞ্চল ও এর আশেপাশের জনগণের দ্বারা ব্যবহৃত বলে এ ভাষার নামকরণ করা হয়েছে বাংলা ভাষা । ক্রম বিবর্তনের ধারায় আর্য ভাষা সাধারণের জড়তাপূর্ণ উচ্চারণের ফলে তৎসম শব্দের কিঞ্চিত পরিবর্তন সাধিত হয় এবং ভাষার নিয়মকানুন কিছুটা ভাবগাম্ভীর্যতা হারায় । ফলে পালি ভাষার উদ্ভব হয় । পালি ভাষা ক্রমে আরো পরিবর্তিত হয় এবং অনার্যদের ভাষার সাথে মিশ্রণের ফলে প্রাকৃত ভাষার উদ্ভব ঘটে। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কথ্য ভাষারূপে প্রাকৃত ভাষা বিস্তার লাভ করে এবং এর কয়েকটি আঞ্চলিক প্রকার ঘটে। – মহারাষ্ট্রী, মাগধী, অর্ধ-মাগধী, শেীরসেনী প্রভৃতি । প্রাকৃত ভাষার দুর্বল কাঠামো এবং ব্যাকরণবদ্ধ রূপের স্থিতি না থাকায় জনসাধারণের উচ্চারণে অপপ্রয়েঅগ ও মৈথিল্য পরিলক্ষিত হয় এবং নানা অপভ্রংশের সৃষ্টি হয়। পূর্ব ভারতে প্রচলিত মাগধী প্রাকৃতজাত মাগধী অপভ্রংশ হতে খ্রিষ্টীয় সপ্তম শতকে বাংলা ভাষা উৎপত্তি লাভ করে। বর্তমানে অনেক ভাষাবিদের মতে, বাংলা ভাষা দশম শতকে উৎপত্তি লাভ করেছে । দশম থেকে চতুদর্শ শতাব্দী পর্যন্ত বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল বিবেচনা করা হয়। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে অপরদিকে, ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেন বাংলা ভাষার উৎপত্তি গেীড়ীয় প্রাকৃত থেকে ।
১) বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত?= ইন্দো- ইউরোপীয় ।
২) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর কয়টি শাখা ছিল? = ২টি -কেন্তম ও শতম ।
৩) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর কোন শাখা থেকে বাংলা ভাষার জন্ম? = শতম ।
৪) বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষীর ছিলেন? = অস্ট্রিক।
৫) কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? = প্রাকৃত ভাষা হতে।
৬) ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে? = গেীড় অপভ্রংশ / গেীড়ীয় প্রাকৃত থেকে ।
৭) কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? = ব্রাহ্মী লিপি।