বাংলা সাহিত্য লিখিত ১৩ তম বিসিএস।
ক) “ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা,” লাইন দিয়ে শুরু সঙ্গীতটির রচয়িতা কে?
খ) “চর্যাপদ” গ্রন্থে কোন পদকর্তার সর্বাধিক এবং কতটি পদ সংকলিত?
গ) জয়দেব রচিত একটি সংস্কৃত কাব্যগ্রন্থের নাম লিখুন যা বাংলা সাহিত্যের ইতহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য।
ঘ) আলাওলের “পদ্মবতী” কোন ভাষার, কোন কবির এবং কোন গ্রন্থের অনুবাদ?
ঙ) ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন?
চ) ফকির গরীবুল্লাহ রচিত দুটি গ্রন্থের নাম লিখুন।
ছ) “সংবাদ প্রভাকর” কত সালে , কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
জ) মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়?
ঝ) “সধবার একাদশী” কার লেখা ও কী ধরনের বই ?
ঞ) শেক্সপীয়র রচিত কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন এবং অনূদিত গ্রন্থটির বাংলা নাম কী?
ট) “নেীফেল ও হাতেম” কোন জাতীয় রচনা? রচয়িতার নাম কী?
ঠ) “চাঁদের অমাবস্যা” কোন জাতীয় রচনা এবং গ্রন্থটির লেখক কে?
ড) বাংলাদেশের দুজন অকালপ্রয়পাত বিশিষ্ট কবির নাম লিখুন।