বড়পুকুরিয়া কয়লাখনি কোন জেলায় অবস্থিত?
বড়পুকুরিয়া কয়লাখনি অবস্থিত দিনাজপুর জেলায়। বড়পুকুরিয়া কয়লাখনিটি আবিষ্কৃত হয় ১৮৮৫ সালে। এটি দিনাজপুর জেলায় অবস্থিত । বড়পুকুরিয়া কয়লাখুনতে বিটুমিনাস ধরনের কয়লা পাওয়া যায়। দিনাজপুরের আবিষ্কৃত মোট তিনটি কয়লার খনি আছে ১) বড়পুকুরিয়া ২) ফুলবাড়ী ৩) দীঘিপাড়া । বাংলাদেশের আরো গুরুত্বপূর্ণ দুইটি কয়লাখনি হলো – রংপুরের খালাশপীর ও জয়পুরহাটের জামালগঞ্জ।