“লালসালু”র লেখক কে? (১০তম বিসিএস) লিখিত ।
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ ।
১) সৈয়দ ওয়ালীউল্লাহ কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৯২২ সালের ১৫ ই আগস্ট চট্টগ্রামের ষোলশহরে।
২) তিনি কী হিসেবে পরিচিত?
উত্তরঃ কথাসাহিত্যিক ।
৩) তাঁর প্রকাশিত প্রথম গল্পের নাম কী? কোথায় বের হয়?
উত্তরঃ হঠাৎ আলোর ঝলকানি। ঢাকা কলেজ ম্যাগাজিনে।
৪) তাঁর স্ত্রী কে?
উত্তরঃ ফরাসি নাগরিক এ্যান মেরি।
৫) তার রচনাসমূহ কী?
উত্তরঃ “লালসালু” ( ১৯৪৮) ; , “চাঁদের অমাবস্যা”, “ কাঁদো নদী কাঁদো” দি আগলি এশিয়ান ( ইংরেজি ভাষায়); গল্পগ্রন্থ: নয়নচারা ; দুই তীর ও অন্যান্য গল্প। নাটক: বহিপীর; তরঙ্গভঙ্গ; সুড়ঙ্গ, উজানে মুত্যু( ১৯৬৬) ।
৬) “লালসালু”র উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
উত্তরঃ ট্রি উইথ আউট রুটস।
৭) “লালসালু”র “ ফরাসি অনুবাদের নাম কী?
উত্তরঃ ল্য অরবরে সামস মায়েমেঁ ।
৮) কে উপন্যাসটির ফরাসি অনুবাদ করেন?
উত্তরঃ ওয়ালীউল্লাহর পত্নী অ্যান মেরি।
৯) তাঁর মৃত্যু হয় কত তারিখে?
উত্তরঃ ১৯৭১ সালের ১০ ই অক্টোবর , প্যারিসে।
১০) “লালসালু”র লেখক কে?
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
১১) কোনটি ঠিক?
উত্তরঃ বহিপীর ( নাটক) ।
১২) ”লালসালু” উপন্যাসের রচনাকাল কোনটি?
উত্তরঃ ১৯৪৮
১৩) “নয়নচারা” গল্পের লেখক কে?
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
১৪) সৈয়দ ওয়ালীউল্লাহ’র রচিত নাটক কোনটি?
উত্তরঃ তরঙ্গভরঙ্গ ।
১৫) “নয়নচারা” কোন শ্রেণির রচনা?
উত্তরঃ গল্প।
১৬) সৈয়দ ওয়ালীউল্লাহর “চাঁদের অমাবস্যা” –
উত্তরঃ নিরীক্ষাধর্মী উপন্যাস।
১৭) সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত উপন্যাস কোনটি?
উত্তরঃ কাঁদো নদী কাঁদো ।
১৮) সৈয়দ ওয়ালীউল্লাহ”র রচিত নাটক কোনটি?
উত্তরঃ সুড়ঙ্গ ।
১৯) “লালসালু” উপন্যঅসের উপজীব্য হলো-
উত্তরঃ ধর্মীয় ভন্ডামির নিখুঁত চিত্র ।
২০) “Tree Without Roots” কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ?
উত্তরঃ লালসালু।
২১) সৈয়দ ওয়ালীউল্লাহর “চাঁদের অমাবস্যা” কোন শ্রেণির উপন্যাস?
উত্তরঃ মনঃসমীক্ষণমূলক।
২২) “সুড়ঙ্গ” নাটকটির রচয়িতা-
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
২৩) “হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশু-পক্ষীর দিকে” । উক্তিটি কোন লেখকের?
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
২৪) “কাঁদো নদী কাঁদো” উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
উত্তঃ ১৯৬৮ সালে।
২৫) “শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি” বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ ধর্মীয় গোঁড়ামি বেশি ।
২৬) “লালসালু” উপন্যঅসের ইংরেজি অনুবাদ Tree Without Roots নামক গ্রন্থটি প্রকাশিত হয়েছিল কোন প্রকাশনী কর্তৃক ?
উত্তরঃ Chatto and Windus Ltd.
২৭) “সংশয়ে দুলে দুলে কাঁটাটি ডানদিকে হেলে যায়” বাক্যটি কোন রচনার অন্তর্গত?
উত্তরঃ একটি তুলসী গাছের কাহিনী ।
২৮) “ফরাসি ও ইংরেজি ভাষায় অনূদিত সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাসের নাম-
উত্তরঃ লালসালু।
২৯) “বহিপীর” কে রচনা করেন?
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ ।