২য় বিশ্বযুদ্ধের অবসান হয় কত সালে?
২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।
২য় বিশ্বযুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
১) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় = ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে।
২) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন= চার্চিল ।
৩) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন = স্ট্যালিন।
৪) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন = রুজভেল্ট।
৫) হিরোশিমার নিক্ষিপ্ত বোমার নাম= লিটল বয়।
৬) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় = ২ সেপ্টেম্বর ১৯৪৫ সালে।
৭) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপাল পার্ল হারবার আক্রমণ করে = ৭ ডিসেম্বর, ১৯৪১ সালে।
৮) সর্বপ্রথম আণবিক বোমা ফেলা হয়েছিল- জাপানে।
৯) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া যে দেশের অধীনে ছিল= জাপানের।
১০) দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে = ১৯৪৫ সালের মে মাসে।
১১) হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছেল= ১৯৪৫ সালের ৬ আগস্ট।
১২) দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে= ১৯৪৫ সালের আগস্ট মাসে।