”চর্যাপদ” গ্রন্থে কোন পদকর্তার সর্বাধিক এবং কতটি পদ সংকলিত? (১৩তম বিসিএস) লিখিত।
উত্তরঃ কবি কাহৃপার সর্বাধিক পদ আছে । সংকলিত পদ তেরটি।
১) চর্যাপদের সর্বাধিক পদরচয়িতা কোন কবি?
উত্তরঃ কাহৃপা ।
২) তিনি কয়টি ও কোনপদগুলো রচনা করেন?
উত্তরঃ ১৩ টি ।পদগুলো হলো: ৭, ৯ থেকে ১৩, ১৮, ১৯, ৩৬, ৪০, ৪২, ৪৫ ( ২৪ নং পদটি কাহৃপা রচিত, তবে সেটি পাওয়া যায় নি) ।
৩) ব্যক্তিগতভাবে কাহৃপা কী ছিলেন?
উত্তরঃ কাহৃপা সহজিয়া তান্ত্রিক বেীদ্ধযোগী। তিনি ধর্মশাস্ত্র ও সঙ্গীত শাস্ত্র উভয় দিকেই দক্ষ ছিলেন।
৪) চর্যাপদে যে পদগুলো পাওয়া যায় নি তার কোনটি কাহৃপার রচনা বলে মনে করা হয় ।
উত্তরঃ ২৪ নং পদটি।
৫) চর্যাপদে কাহৃপা আর কী কী নাম পাওয়া যায়।
উত্তরঃ কাহৃু, কাহিৃ, কাহিৃল, কৃষ্ণচর্য, কৃষ্ণবজ্রপাদ ।
৬) ”চর্যাপদ” গ্রন্থে কোন পদকর্তার সর্বাধিক এবং কতটি পদ সংকলিত?
উত্তরঃ কাহৃপা । পদের সংখ্যা ১৩ টি।